বাসে নারীকে হেনস্তাকারী সেই ব্যক্তি আটক
ঢাকার মোহাম্মদপুরের বছিলা বাসস্ট্যান্ড এলাকায় বাসের ভেতর এক নারীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ নিজাম উদ্দিন (৪৫)। তিনি কেরানীগঞ্জের আটি বাজার এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। বৃহস্পতিবার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গত মঙ্গলবার দুপুরে বছিলা বাসস্ট্যান্ড এলাকায় রমযান পরিবহনের একটি বাসে এক নারীকে পোশাক নিয়ে কটূক্তি করে হেনস্তা করেন নিজাম। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। কেন তাকে আটক করা হচ্ছে না, তা নিয়েও আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করেন নেটিজেনরা।
এমন বাস্তবতায় র্যাব-৪ সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে নিজাম উদ্দিনকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এই ঘটনাকে কেন্দ্র করে যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য দ্রুত অভিযুক্তকে আটক করা হয়েছে। আটকের পর তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এখন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে