খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন মমতা ব্যানার্জি
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক শোকবার্তায় মমতা ব্যানার্জি বাংলাদেশের অন্যতম শীর্ষ এই জননেত্রীর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবার, ব্যক্তিগত বন্ধুবান্ধব এবং রাজনৈতিক সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
নিজের বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লেখেন,‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তার রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।’ এর মাধ্যমে তিনি খালেদা জিয়ার রাজনৈতিক উচ্চতা ও জননেত্রী হিসেবে তার ব্যাপক গ্রহণযোগ্যতার প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেছেন।
উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই ‘আপসহীন নেত্রী’। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভারতের কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন অঙ্গরাজ্যের নেতৃত্বের পক্ষ থেকে শোকবার্তা আসার ধারা অব্যাহত রয়েছে।
মমতা ব্যানার্জির শোকবার্তার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদি তার বার্তায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
এ ছাড়াও ২০১৫ সালে বাংলাদেশ সফরকালে বেগম জিয়ার সঙ্গে তার যে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল, সেই স্মৃতিও শ্রদ্ধাভরে স্মরণ করেন মি. মোদি। ভারতের শীর্ষ এই দুই রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে আসা শোকবার্তা প্রমাণ করে যে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন একজন অনন্য ও অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভোগার পর মঙ্গলবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এই মহীয়সী নেত্রীর মহাপ্রয়াণ ঘটে। তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই ঢাকার ভারতীয় হাইকমিশনসহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলো শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে