বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া সরকার: আসিফ নজরুল
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির সরকার এখন থেকে মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করবে বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লিখেছেন, “মালয়েশিয়ায় কর্মরত আমাদের ভাই-বোনদের জন্য সুখবর রয়েছে। আমাদেরকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে যে, এখন থেকে বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেয়া হবে।”
আসিফ নজরুল বলেন, ‘গত মে মাসে তিনি মালয়েশিয়া সফরকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সে সময় তিনি বিষয়টি তুলে ধরে বলেন, বাংলাদেশি শ্রমিকরা শুধু সিঙ্গেল-এন্ট্রি ভিসা পান, অথচ অন্যান্য দেশের শ্রমিকরা মাল্টিপল-এন্ট্রি সুবিধা ভোগ করেন। এটি শুনে স্বরাষ্ট্রমন্ত্রী অবাক হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিষয়টি জানতে চান। পরে কর্মকর্তারা বিষয়টির সত্যতা নিশ্চিত করলে তিনি দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দেন। আমরা । শেষ পর্যন্ত তারা বিষয়টি নিশ্চিত করেছে।’
আইন উপদেষ্টা বলেন, “ পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা তাদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখেন। অবশেষে গত ১০ জুলাই প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করে মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষ থেকে স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে একটি বাংলাদেশি প্রতিনিধিদল মালয়েশিয়া সফরে রয়েছে এবং আগামী মাসে আরেকটি প্রতিনিধি দল সেখানে যাবে। আশা করছি, শিগগিরই আরও ভালো খবর দিতে পারব।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে