মালয়েশিয়াতেও ইলন মাস্কের গ্রোক এআই সাময়িক বন্ধ
যৌন কনটেন্ট ও ভুয়া ছবি তৈরির অভিযোগে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোক ইন্দোনেশিয়ার পর সাময়িকভাবে বন্ধ করেছে মালয়েশিয়াও। দেশ দুটির কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রোক ব্যবহার করে বাস্তব মানুষের ছবি বিকৃত করে আপত্তিকর ও সম্মতি ছাড়া কনটেন্ট তৈরি করা হচ্ছে।
ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ গ্রোক ব্যবহার করে ছবি তৈরি ও সম্পাদনার সুযোগ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এই টুলের মাধ্যমে নারী ও শিশুদের ছবি পর্নোগ্রাফিকভাবে উপস্থাপনের অভিযোগ ওঠে। এ কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই দেশ গ্রোক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্বে এই প্রথম কোনো দেশ গ্রোক এআই বন্ধ করল।
বিবিসি এ বিষয়ে মন্তব্য জানতে চাইলেও গ্রোক বা এক্স কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে ইলন মাস্ক দাবি করেছিলেন, তার প্ল্যাটফর্মকে সমালোচকেরা ‘সেন্সরশিপের অজুহাতে’ টার্গেট করছে।
মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) জানায়, গ্রোক একাধিকবার ক্ষতিকর কনটেন্ট তৈরিতে অপব্যবহৃত হয়েছে। বছরের শুরুতেই এক্সকে সতর্ক করা হলেও তারা কেবল ব্যবহারকারীদের রিপোর্টিং ব্যবস্থার ওপর জোর দিয়েছে। কার্যকর নিরাপত্তা ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত গ্রোক অবরোধ বহাল থাকবে বলে জানিয়েছে কমিশন। একই সঙ্গে জনগণকে ক্ষতিকর অনলাইন কনটেন্ট রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার কমিউনিকেশন ও ডিজিটাল বিষয়ক মন্ত্রী মেউতিয়া হাফিদ বলেন, গ্রোক ব্যবহার করে যৌন কনটেন্ট তৈরি করা মানবাধিকার ও অনলাইন নিরাপত্তার সরাসরি লঙ্ঘন। এ বিষয়ে ব্যাখ্যা দিতে এক্স কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। উল্লেখ্য, ইন্দোনেশিয়া সাম্প্রতিক বছরগুলোতে অনলাইনে পর্নোগ্রাফিক কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং আগেও কয়েকটি প্ল্যাটফর্ম বন্ধ করেছে।
এদিকে ব্রিটেনেও গ্রোক ও এক্সের ওপর চাপ বাড়ছে। দেশটির প্রযুক্তি সচিব লিজ কেন্ডাল অনলাইন নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক্সকে ব্লক করার পক্ষে মত দিয়েছেন। ব্রিটেনের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম শিগগিরই গ্রোক নিয়ে তাদের সিদ্ধান্ত জানাবে।
বিশ্বজুড়েও গ্রোক ব্যবহারের বিরুদ্ধে সমালোচনা জোরালো হচ্ছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এই এআই টুলকে ‘লজ্জাজনক’ ও ‘ঘৃণ্য’ বলে মন্তব্য করেছেন। সূত্র: বিবিসি
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে