৪৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া
দণ্ডশেষে মোট ১১১ জন বিদেশিকে, যার মধ্যে ৪৯ জন বাংলাদেশি ছিল তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। নভেম্বরের তৃতীয় সপ্তাহে জোহর অঙ্গরাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদের প্রত্যাবাসন সম্পন্ন করা হয়।
সোমবার, ২৪ নভেম্বর জোহর স্টেট ইমিগ্রেশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরত পাঠানো বিদেশিদের মধ্যে ২৪ জন ইন্দোনেশীয়, ১২ জন নেপালি, ৯ জন পাকিস্তানি, ৪ জন কম্বোডিয়ান, ৪ জন ভারতীয়, ৩ জন চীনা এবং লাওস, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ২ জন করে নাগরিক রয়েছেন।
তাদের নিজ নিজ দেশে পাঠানো হয় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর–১ ও ২ (KLIA-1 এবং KLIA-2), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে।
প্রত্যাবাসনের ফ্লাইট ও ফেরির টিকিটের খরচ বহন করা হয় আটক ব্যক্তিদের ব্যক্তিগত সঞ্চয়, পারিবারিক সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে।
জোহর স্টেট ইমিগ্রেশন জানিয়েছে, দণ্ড শেষ হওয়া বিদেশি বন্দিদের অতিরিক্ত সময় অবস্থান রোধে এমন প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়মিতভাবে পরিচালিত হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে