মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর সম্ভাবনা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ নামে একটি নতুন ভিসা চালুর বিষয়টি বিবেচনা করছে মালয়েশিয়া সরকার । এই উদ্যোগের লক্ষ্য হলো আন্তর্জাতিক গ্র্যাজুয়েটদের জন্য দেশটির শ্রমবাজারে প্রবেশের সুযোগ সহজ করা এবং উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ গড়ে তোলা।
বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় দেশটির উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী জামব্রি আবদুল কাদির এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। প্রস্তাবটি বাস্তবায়িত হলে মালয়েশিয়ায় অধ্যয়নরত হাজারো বাংলাদেশি শিক্ষার্থী উপকৃত হবেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘মন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। তবে নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।’
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন।
বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। অন্য কিছু দেশের শিক্ষার্থীদের তুলনায় তারা স্নাতক সম্পন্ন করার পর চাকরির ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হন। প্রস্তাবিত ভিসা নীতিমালা বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে মালয়েশিয়ায় থেকে কাজ করার সুযোগ পাবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে