মালাউই প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক
মালাউই প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার জেনারেল পল ভ্যালেনটিনো ফিরি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেনাপ্রধান মালাউই প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারকে সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান।
সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের আগে মালাউই প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং তিনি সেখানে একটি বৃক্ষরোপণ করেন।
মালাউই প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার রোববার (২ ফেব্রুয়ারি) পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। সফরকালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন্স ট্রেনিং (বিপসট), কক্সবাজার এলাকা এবং এফডিএমএন ক্যাম্পসহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন।
এই সফর বাংলাদেশ ও মালাউইর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে