Views Bangladesh Logo

এনটিএমসির নতুন ডিজি মেজর জেনারেল ওসমান সারোয়ার

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচনের আগে সরকারের সিদ্ধান্তে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়াকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে এনটিএমসির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লার স্থলাভিষিক্ত হয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১০ নভেম্বর) এ রদবদলের আদেশ জারি করে জানিয়েছে যে মোহাম্মদ ওসমান সরোয়ারের চাকরি সেনাবাহিনী থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লাকে পুনরায় সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ