চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় মূল হোতা শাকিলকে চন্দনাইশ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিস্তারিত তথ্য তুলে ধরেন সিএমপি বন্দরের উপ কমিশনার মো. আমিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ডিসি হেডকোয়ার্টার ফয়সাল আহমেদ, সিএমপির পিআর মাহমুদা বেগম সৌনিয়া ও বন্দর থানার ওসি আফতাব উদ্দিন।
উপ কমিশনার মো. আমিরুল ইসলাম জানান, পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উদ্দেশে পালিয়ে যাওয়ার সময় শাকিল ও তার সহযোগী দিদারকে চন্দনাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, তিন রাউন্ড গুলি এবং একটি লোহার কিরিচ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে