Views Bangladesh Logo

জামায়াতের জাতীয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে সকাল ১০টার পর থেকেই সমাবেশস্থলে হাজির হয়ে বক্তব্য রাখেন জেলা ও ঢাকা মহানগর পর্যায়ের নেতারা। এরই ফাঁকে ফাঁকে চলে সাংস্কৃতিক পরিবেশনা।

জানা গেছে, জামায়াতের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।

দলটির সাত দফা দাবিগুলোর মধ্যে রয়েছে: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ১ কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ