Views Bangladesh Logo

অর্থনীতির মূল লক্ষ্য হওয়া উচিত ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা: বাণিজ্য উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আমাদের অর্থনীতির মূল লক্ষ্য হওয়া উচিত ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা।

তিনি বলেন, ‘আমরা ৪০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ। তবুও কেন আমরা উদ্বৃত্ত করতে পারছি না? সম্পদের পর্যাপ্ততা না ভেবে অতিরিক্ত ব্যয় করলে উদ্বৃত্ত আসবে না। আমাদের নিজস্ব সক্ষমতার ওপর ভর করে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করতে হবে। এটি করতে পারলে আমরা শক্তিশালী ভবিষ্যতের অর্থনীতি গড়ে তুলতে পারব। সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’

রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার এডিসন প্রাইম ভবনে ‘রোড টু মেড ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে এগোতে হবে। শুধুমাত্র নীতিমালা বা পলিসি সাপোর্ট দিয়ে বেশি দূর যাওয়া সম্ভব নয়। আমাদের দেশে গার্মেন্টস সেক্টর ছাড়া কোনো সেক্টর পলিসি সাপোর্ট নিয়ে স্বনির্ভরভাবে এগোতে পারেনি।’

তিনি শিল্পের পুরোনো অবস্থার প্রতি সতর্কও করেন। বলেন, ‘স্বাধীনতার পূর্বে আমাদের শিল্পে যে বৈশিষ্ট্য ছিল এখন তা নেই। পূর্বে এখানে বিভিন্ন দেশের শিল্প প্রতিষ্ঠিত ছিল। স্বাধীনতার পর আমরা সেই সুযোগ কাজে লাগাতে পারিনি।’

সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. এমদাদ উল্লাহ মিয়ান, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ, বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী এবং ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ।

দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে দেশি-বিদেশি উদ্যোক্তা, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এ মেলার মূল আয়োজক, সহযোগিতায় রয়েছে বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অ্যাগ্রো মেশিনারি ফেয়ারের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করেন। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ