ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার, আবু বকরকে সমর্থন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহিন সরকার। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বিজিসিএস) প্যানেলের জিএস প্রার্থী আবু বকর মজুমদারের প্রতি সমর্থন ঘোষণা করেছেন।
শুক্রবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় আবু বকর মজুমদারও উপস্থিত ছিলেন।
মাহিন সরকার ছিলেন জামালউদ্দিন মোহাম্মদ খালিদের নেতৃত্বাধীন স্বতন্ত্র প্যানেলের প্রার্থী। খালিদ ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আরবি বিভাগের (২০১৮-১৯ সেশন) শিক্ষার্থী এবং ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি।
সংবাদ সম্মেলনে মাহিন বলেন, ‘গণঅভ্যুত্থানের চেতনাকে রক্ষা করা সবার দায়িত্ব। কেবল বিশ্ববিদ্যালয়েই নয়, তার বাইরে সর্বত্র ঐক্য দরকার। সেই ঐক্যকে অগ্রাধিকার দিতে আমি সরে দাঁড়াচ্ছি।’
তিনি আরও বলেন, ‘ডাকসুর নেতৃত্ব যদি গণঅভ্যুত্থানের ফ্রন্টলাইন থেকে আসে, তবে তাদের দায়িত্ববোধও বেশি থাকবে। আবু বকর মজুমদার আন্দোলনের অগ্রভাগে ছিলেন। তিনি নির্বাচিত হলে সেটি আমাদের সবার বিজয় হবে।’
আবু বকর মজুমদার মাহিনের ভূমিকার প্রশংসা করে বলেন, গত বছরের জুনে তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। সেই সময় কঠিন পরিস্থিতিতেও শিক্ষার্থীদের সংগঠিত করতে মাহিনের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মাহিন সরকারকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ১৮ আগস্ট বহিষ্কার করা হয়। এরপরও তিনি ডাকসুর জিএস পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আবু বকর মজুমদারের পক্ষে প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে