Views Bangladesh Logo

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগ সমর্থকরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করেন। স্থানীয় সময় রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে কনস্যুলেট অফিস এক অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

মাহফুজ আলম কনস্যুলেটে পৌঁছালে কনস্যুলেটের বাইরে সমর্থকরা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন এবং দলীয় পতাকা নাড়েন। তারা আলমের দিকে ডিম নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। এসময় কনস্যুলেট ভবনের কাচের দরজাও ভেঙে যায়।

ওয়াশিংটন ডিসি থেকে আসা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, একসময় দেশে রাজতন্ত্র ছিল। ছাত্র নেতারা রক্ত দিয়ে সেই রাজতন্ত্র উৎখাত করেছিলেন। এখন কেউ ডিম নিক্ষেপ বা কটূক্তি করলে, উপদেষ্টার পদত্যাগ দাবি করলেও তা গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ।

প্রধান অতিথি মাহফুজ আলম তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের জুলাই আন্দোলনে অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, জুলাই সনদে প্রবাসীদের অবদান অন্তর্ভুক্ত থাকবে। আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই। আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক, তারা জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করবেন। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলা হবে। দেশের স্বার্থকে সব কিছুর ওপরে রাখা হবে।

বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে আলম বলেন, আমি কোনো কিছু নিষিদ্ধের পক্ষে নই। সবসময় বিকল্পভিত্তিক সমাধানের পক্ষে বক্তব্য দিয়েছি। আওয়ামী লীগের কোনো কার্যক্রমও নিষিদ্ধ করা উচিত বলে আমি মনে করি না।

উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক, যিনি স্বাগত বক্তব্য দেন এবং প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন। রাত ১০টার দিকে প্রশ্নোত্তর পর্বে সামান্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

উক্ত সময়ে কনস্যুলেটের বাইরে একদল ব্যক্তি মাহফুজ আলমের বের হওয়ার অপেক্ষায় ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কনস্যুলেট স্থানীয় পুলিশকে জানিয়েছে। স্থানীয় সময় রাত ১২টার পরে নিউইয়র্ক পুলিশের নিরাপত্তায় মাহফুজ আলম কনস্যুলেট থেকে নিরাপদে বের হন।

তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে আছেন, যা ২৭ আগস্ট পর্যন্ত চলবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ