লন্ডনে উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টা আ.লীগ নেতা-কর্মীদের
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে লন্ডনে হামলার চেষ্টা চালিয়েছে স্থানীয় আ.লীগ নেতা-কর্মীরা। তবে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, উপদেষ্টা মাহফুজ আলম তখন গাড়িতে ছিলেন না; তার পরিবর্তে হাইকমিশনের দুটি খালি গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়।
বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।
হাইকমিশনের তথ্যমতে, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (সোয়াস) আয়োজিত সেমিনারে যোগ দেন মাহফুজ আলম। এসময় প্রায় ১৮ জন আওয়ামী লীগ কর্মী বাইরে স্লোগান দেয়। অনুষ্ঠানস্থলে পুলিশের কড়া নিরাপত্তা থাকায় উপদেষ্টা নির্বিঘ্নে ভেতরে প্রবেশ করেন।
পরে পার্কিংয়ে রাখা হাইকমিশনের গাড়ির ওপর দুষ্কৃতকারীরা ডিম নিক্ষেপ করে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সোয়াস ক্যাম্পাস থেকে বের হওয়া কালো রঙের বিএমডব্লিউ গাড়িতেও ডিম ছোড়া হয়। কয়েকজন গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
হাইকমিশন জানায়, ওই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না। তিনি অন্য গাড়ি ও ভিন্ন পথে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এরপর নির্ধারিত সময়েই বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত 'জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর' শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ হাইকমিশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং উপদেষ্টা মাহফুজ আলমের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে