Views Bangladesh Logo

লক্ষীপুর ১ আসনে মাহফুজের মনোনয়ন সংগ্রহ

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার প্রতিনিধিরা এ ফরম সংগ্রহ করেন।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা মাহফুজ আলমকে নিয়ে উপদেষ্টা থাকা অবস্থাতেই নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে মনোনয়ন নিয়েছেন।

একই আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও মাহফুজ আলমের ছোট ভাই মাহবুব আলমও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

মাহবুব আলম জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তার পক্ষে এনসিপির নেতা–কর্মীরা মনোনয়নপত্র নিয়েছেন। একই দিনে তার ভাই মাহফুজ আলমের মনোনয়নও সংগ্রহ করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামগঞ্জ ইউএনও ফারাশিদ বিন এনাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত লক্ষ্মীপুর-১ আসন থেকে মোট ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন—এর মধ্যে মাহফুজ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং মাহবুব আলম এনসিপির পক্ষ থেকে ফরম নিয়েছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই মনোনয়নপ্রক্রিয়া স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও জোরদার করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ