Views Bangladesh Logo

বিসিবি সভাপতি পদে লড়ছেন না মাহবুবুল আনাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে সভাপতি পদে অংশ নেবেন না ক্রিকেট সংগঠক মাহবুবুল আনাম। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনের আগে ক্লাব দখল নিয়ে বাড়তি তৎপরতা শুরু হওয়ায় নিজেকে বিতর্কের বাইরে রাখতে চান আনাম। তিনি বলেন, “আগেই বলেছিলাম, ভালো প্যানেল না হলে নির্বাচন করা কঠিন। এখন যা কিছু হচ্ছে, তাতে নির্বাচন করার মতো পরিবেশ নেই।”

বিসিবির গ্রাউন্ডস কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবুল আনাম সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন বেশ জোরেশোরেই। অনেকের কাছে তিনি ছিলেন বড় প্রতিদ্বন্দ্বী। ফলে তার সরে দাঁড়ানোতে স্বস্তি পেয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনী প্রভাব বাড়াতে বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ ক্লাব নিয়ন্ত্রণে নিচ্ছে। মোহামেডানের এক কর্মকর্তার নেতৃত্বে একটি গ্রুপ নাকি ১১টি ক্লাব নিজেদের দখলে নিয়েছে। গাজী গ্রুপের পাঁচটি এবং লুৎফর রহমান বাদলের তিনটি ক্লাব যোগ হলে মোট ১৯ ভোট নিয়ন্ত্রণে এসেছে তাদের হাতে। আরও কয়েকটি ক্লাব দখলের চেষ্টা চলছে।

এমন পরিস্থিতিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোই যুক্তিযুক্ত মনে করছেন মাহবুবুল আনাম। তিনি জানিয়েছেন, সুষ্ঠু পরিবেশ না থাকায় এই প্রতিদ্বন্দ্বিতায় আর থাকতে চান না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ