Views Bangladesh Logo

আজ মহানবমী, মণ্ডপে বিদায়ের সুর

 VB  Desk

ভিবি ডেস্ক

সারাদেশে পূর্ণ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। অষ্টমী পূজা শেষে বুধবার (১ অক্টোবর) পালিত হচ্ছে দেবী দুর্গার মহানবমী বিহিত পূজা। এদিন দেবীর বিদায়ের সুরে ভারাক্রান্ত হয়ে উঠেছে প্রতিটি মণ্ডপের পরিবেশ।

দশমীতে দেবী দুর্গা কৈলাশে (স্বামীর বাড়ি) ফিরে যাবেন। তবে তার আগে নবমীতে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা ও যজ্ঞ। সকালে দুর্গার মহাস্নান, ষোড়শ উপচারে পূজা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের আয়োজন থাকে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার সময়। তাই নবমীর দিনকে দুর্গাপূজার অন্তিম দিনও বলা হয়ে থাকে। পরদিন বিজয়া ও বিসর্জনের মধ্য দিয়েই দেবীকে বিদায় জানানো হয়।

আজ নবমীর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবী দুর্গার ‘মহাআরতি’। মহানবমীতে প্রচলিত রীতিনীতি অনুযায়ী বলিদান ও নবমী হোম অনুষ্ঠিত হয়। ১০৮টি নীলপদ্মে দেবীকে পূজা করার রীতি রয়েছে।

নবমী তিথি শুরু হয় সন্ধিপূজার মধ্য দিয়ে। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিটব্যাপী চলে এই পূজা। মূলত দেবী চামুন্ডার পূজা হয় এ সময়ে। ১০৮টি মাটির প্রদীপ জ্বালানো ও ১০৮টি পদ্ম নিবেদনের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিশেষ এই আরাধনা।

পুরোহিতদের মতে, মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে দেবীর পূজা করা হয় নীল অপরাজিতা ফুল, নীলকণ্ঠ ফুল ও যজ্ঞের মাধ্যমে। যজ্ঞে ব্যবহৃত হয় ১০৮টি বেল পাতা, আম কাঠ ও ঘি।

শারদীয় দুর্গাপূজার বিদায় পর্বের আগমনী সুর বাজিয়ে দেয় মহানবমীর রাত। তাই ভক্তদের হৃদয় এই দিনে ভরে ওঠে আনন্দ ও বেদনার মিশ্র আবেগে। আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এবারের দুর্গোৎসব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ