আদালত প্রাঙ্গণের নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারকে ম্যাজিস্ট্রেটের চিঠি
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে চিঠি পাঠিয়ে রাজধানীর নিম্ন আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদারের জন্য অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে ৩৭টি আদালত রয়েছে, যেখানে হত্যা, অপহরণ, মানবপাচার, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সাইবার ক্রাইম, সন্ত্রাস দমন ও রাজনৈতিক মামলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা বিচারাধীন রয়েছে। এ আদালতগুলোতে প্রতিদিন বিচারক, আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও হাজার হাজার বিচারপ্রার্থী উপস্থিত হন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, আদালতের চারপাশে বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান ও যানবাহন যত্রতত্র চলাচল করায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। সম্প্রতি (১০ নভেম্বর) ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক বিচারপ্রার্থীকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা খুবই শঙ্কাজনক বলে মনে করা হচ্ছে।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন, বিচারক, আদালতের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, আইন প্রয়োগকারী সংস্থা ও সাংবাদিকসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে