Views Bangladesh Logo

মালিশ না করায় শিশু শিক্ষার্থীকে বেত্রাঘাত, মাদ্রাসাশিক্ষক পলাতক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাওয়াতুল কোরআন হাজী গিয়াসউদ্দিন প্রধান মাদ্রাসা ও এতিমখানায় এক শিশু শিক্ষার্থীকে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে মাদ্রাসাটির এক শিক্ষকের বিরুদ্ধে। শরীর মালিশ করে দিতে রাজি না হওয়ায় ওই শিক্ষক শিশুটিকে এলোপাতাড়ি মারধর করেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক মনির হোসেন পলাতক রয়েছেন।

জানা যায়, গত শুক্রবার রাতে মাদ্রাসা শিক্ষক মনির হোসেন মাদ্রাসার নাজেরা শাখার আবাসিক শিক্ষার্থী ইমরান হোসেনকে (১১) শরীর মালিশ করার জন্য ডেকে নেন। অসুস্থতার কথা বলে ইমরান রাজি না হলে শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাকে বেত ও লাঠি দিয়ে মারধর করেন। এতে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

সোমবার সকালে ইমরানের মা মোসলিমা বেগম মাদ্রাসায় ছেলেকে দেখতে গিয়ে তাকে অসুস্থ অবস্থায় পান। পরে তিনি তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি জানান, ছেলেকে নির্যাতনের পর তিন দিন আটকে রাখার কারণে কোনো কিছু জানতে পারেননি।

মোসলিমা বেগম আরও জানান, শরীর ম্যাসেজ করে না দেয়ায় ঘুম থেকে ডেকে নিয়ে তার ছেলেকে নির্যাতন করেছেন ওই মাদ্রাসা শিক্ষক।

এ বিষয়ে দাওয়াতুল কোরআন হাজী গিয়াসউদ্দিন প্রধান মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ ইউনুস আলী জানান, তিনি মাদ্রাসায় ছিলেন না। ঘটনাটি খুবই দুঃখজনক।

এ ব্যাপারে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, মাদ্রাসাছাত্রকে নির্যাতনের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ