Views Bangladesh Logo

দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর মারকাজুত তাহফিজ হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল (৩০) দুই ছাত্রকে বলাৎকার করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গত ২৫ আগস্ট রাত ১১টার দিকে মাদরাসার অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে ইব্রাহিম খলিল দুই শিক্ষার্থীকে অফিস কক্ষে ডেকে নেয়। শরীর মালিশ করার কথা বলে ডাকা হলেও পরে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর শিক্ষার্থীরা পরিবারকে জানালে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় ইব্রাহিম খলিলকে অবরুদ্ধ করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

অভিযুক্ত ইব্রাহিম খলিল কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাঙ্গুরী গ্রামের মৃত অহিদুর রহমানের ছেলে। তিনি কংশনগর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার প্রধান ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে এর আগেও ধর্ষণের মামলা রয়েছে। চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনি বর্তমানে জামিনে আছেন।

এ ঘটনায় মাদরাসার আবাসিক শিক্ষার্থীদের অভিভাবকেরা সন্তানদের বাড়ি নিয়ে গেছেন। তবে অন্যান্য শিক্ষক এখনো মাদরাসায় অবস্থান করছেন। খবরটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, ইব্রাহিম খলিলের বিরুদ্ধে আগেও ধর্ষণ মামলা ছিল। আটককৃত আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ