বন্ধ হয়ে যাচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স
বিনোদনপ্রেমী মানুষের প্রিয় স্থান বগুড়ার মধুবন সিনেপ্লেক্স আবারও বন্ধ হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে নিজেদের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেয় হল কর্তৃপক্ষ।
ঘোষণায় বলা হয়েছে, এই কঠিন সিদ্ধান্ত নেয়ার প্রধান কারণ হলো সিনেমা শিল্পের প্রতি সরকারের অনীহা। এর পাশাপাশি দর্শক চাহিদা অনুযায়ী মানসম্পন্ন সিনেমার অভাব, দর্শক কমে যাওয়া এবং উচ্চ বিদ্যুৎ বিল ও রক্ষণাবেক্ষণের খরচকেও হল বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
হল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্ত নেয়া তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। কারণ সিনেমা হল কেবল একটি ব্যবসা নয়, এটি সংস্কৃতি, আবেগ এবং একসঙ্গে আনন্দ ভাগ করে নেয়ার একটি জায়গা। তারা দীর্ঘ পথচলায় দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত মধুবন সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সিনেমা হল বন্ধে ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই ঘটনাকে দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি অশনিসংকেত হিসেবে দেখছেন।
সনি কর্মকার নামে একজন মন্তব্য করেছেন, ‘সাংস্কৃতিক অঙ্গনে অশনিসংকেত দেখতে পাচ্ছি আমরা। হয়তো সোনালী সূর্যের দেখা পাব শিগগিরই।’
সাদেকুল আহমেদ নামে আরেকজন লিখেছেন, ‘কিছুই বুঝলাম না, এত দিন লোকসান হয়নি, আর এখন ক্ষতি হচ্ছে? দেখলাম যশোরের মণিহার সিনেমা হলও একইভাবে বন্ধ হতে যাচ্ছে!’
উল্লেখ্য, ১৯৬৯ সালে বগুড়ার চেলোপাড়ায় মধুবন সিনেমা হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্বাধীনতা যুদ্ধের কারণে এর নির্মাণকাজ বন্ধ থাকে এবং পরে ১৯৭৪ সালে বাংলা চলচ্চিত্র 'ডাকু মনসুর' দিয়ে এর যাত্রা শুরু হয়। এই হলটি বিভিন্ন সময়ে বন্ধ হয়ে আবার চালু হয়েছে। সর্বশেষ ২০২১ সালের ১৫ অক্টোবর এটি মধুবন সিনেপ্লেক্স নামে নতুন করে যাত্রা শুরু করে। তবে ১৮ সেপ্টেম্বর রাতে আবারও হলটি বন্ধের ঘোষণা দেয়া হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে