Views Bangladesh Logo

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যায় আরও দুই আসামি গ্রেপ্তার

ক্সবাজারের চকরিয়ায় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চকরিয়া কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের দুমখালী রিজার্ভপাড়া এলাকার নাছির উদ্দিন ও ডুলাহাজারা মাইজপাড়া এলাকার এনামুল হক। এরমধ‌্যে নাছির হত্যার মূল পরিকল্পনাকারী।

র‌্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায়।

সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত‌্যা মামলায় যৌথ বাহিনী এ পর্যন্ত মোট নয়জনকে গ্রেপ্তার করেছে।

গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে চকরিয়ার পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারান লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। পরদিন মঙ্গলবার বিকালে তার মরদেহ টাঙ্গাইলে নিজ বাড়িতে দাফন করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ