Views Bangladesh Logo

এলপি গ্যাসের দাম কমল

 VB  Desk

ভিবি ডেস্ক

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১২৭০ টাকা থেকে কমে ১২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ভোক্তা পর্যায়ে দাম কমেছে ২৯ টাকা।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে এই নতুন দাম কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দাম কমে হয়েছে ৫৬ টাকা ৭৭ পয়সা, যা আগে ছিল ৫৮ টাকা ১৫ পয়সা।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১,২৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে অটোগ্যাসের দাম ১৩ পয়সা হ্রাস করা হয়েছিল।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের সৌদি সিপি যথাক্রমে প্রতি টন ৪৯৫ মার্কিন ডলার ও ৪৭৫ মার্কিন ডলার। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী গড় সৌদি সিপি প্রতি টন ৪৮২ মার্কিন ডলার হিসেবে বিবেচনা করা হয়েছে। এই হিসাব অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ