তিন বছরের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি, জুনে কমে ৮.৪৮%
চলতি বছরের জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার কমে ৮ দশমিক ৪৮ শতাংশে নেমেছে যা বিগত ৩৫ মাস বা প্রায় তিন বছরের মধ্যে সর্বনিম্ন। একই সময়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও কমে ৭ দশমিক ৩৯ শতাংশ হয়েছে। এর আগে ২০২২ সালের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ।
সোমবার (৭ জুলাই) জুন মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটি জানায়, জুনে খাদ্যবহির্ভূত (নন-ফুড) মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৭ শতাংশে।
বিবিএসের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের মার্চে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। এরপর থেকে টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে। গত মে মাসে এটি ছিল ৯ দশমিক ০৫ শতাংশ এবং এপ্রিল মাসে ছিল ৯ দশমিক ১৭ শতাংশ।
২০২৪-২৫ অর্থবছরের জন্য গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। তবে সেই লক্ষ্যমাত্রা এখনো অর্জিত হয়নি। যদিও দীর্ঘদিন পর ৮ শতাংশের ঘরে নেমে আসল দেশের সার্বিক মূল্যস্ফীতি। এতে কিছুটা স্বস্তি পেল সাধারণ ভোক্তা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে