Views Bangladesh Logo

টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে গান-বাজনায় নিষেধাজ্ঞা

 VB  Desk

ভিবি ডেস্ক

দের ছুটিতে পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর। তবে প্রকৃতি ও জীববৈচিত্র্যে ভরপুর এই সংরক্ষিত জলাভূমির সুরক্ষায় এবার কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। পর্যটকবাহী হাউজবোট ও লোকালবোটে উচ্চস্বরে গান-বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম। একই সাথে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজেও জানানো হয়েছে, ‘টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী সকল হাউজবোট ও লোকালবোটে উচ্চস্বরে গান-বাজনা নিষেধ। এই নিয়ম ভঙ্গ করলে কঠোর অভিযান চালানো হবে।’

টাঙ্গুয়ার হাওর একটি আন্তর্জাতিক স্বীকৃত সংরক্ষিত জলাভূমি, যা রামসার কনভেনশনে ‘প্রতিবেশগত সংকটাপন্ন’ হিসেবে চিহ্নিত। এই হাওরের জীববৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, সাম্প্রতিক বছরগুলোতে পর্যটনের নামে বেআইনি ও বেপরোয়া হাউজবোট চলাচল, উচ্চস্বরে গান-বাজনা, প্লাস্টিক ও মানববর্জ্য ফেলা হাওরের প্রকৃতিকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

লেখক ও সমাজকর্মী আবুল হোসেন বলেন, ‘টাঙ্গুয়ার হাওর রামসার চুক্তির আওতাভুক্ত হলেও, এখানে চলমান গান-বাজনা, নাচ-গান ও বর্জ্য ফেলা পরিবেশের জন্য ভয়াবহ হুমকি।’

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা একই বক্তব্য দিয়ে বলেন, ‘উচ্চস্বরে গান-বাজনা শব্দদূষণ ছাড়াও জলচর পাখি ও জলজ প্রাণীদের প্রজনন ও বসবাসে বিঘ্ন ঘটায়। প্রশাসনের এই সিদ্ধান্ত খুবই সময়োপযোগী।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম জানান, বোটগুলোতে রাতের বেলা উচ্চস্বরে গান-বাজনা বন্ধে দ্রুত এবং কার্যকর অভিযান পরিচালনা করা হবে। এছাড়া, হাওরে প্লাস্টিক ও মানববর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি পরিকল্পনা নেওয়া হয়েছে যা শিগগিরই বাস্তবায়ন শুরু হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ