Views Bangladesh Logo

দাবি না মানলে সচিবালয়ের দিকে ‘লং মার্চ’ করবেন এমপিওভুক্ত শিক্ষকরা

 VB  Desk

ভিবি ডেস্ক

দাবি আদায়ে টানা তিন দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। সরকার নির্ধারিত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৪টা থেকে তারা সচিবালয়ের দিকে ‘লং মার্চ’ শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন।

দুপুরে সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দিলওয়ার হোসেন আজিজি বলেন, ‘আমরা সরকারকে বিকাল ৩টা পর্যন্ত সময় দিয়েছি। এই সময়ের মধ্যে যদি তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা হয়, তাহলে আমরা কর্মসূচি স্থগিত করব। অন্যথায় বাকেল ৪টা থেকে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করব।’

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— মূল বেতনের ওপর ২০ শতাংশ বা ন্যূনতম ৩ হাজার টাকা বাড়িভাড়া ভাতা, শিক্ষক ও কর্মচারীদের চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে বৃদ্ধি।

এই তিন দফা দাবিতে টানা তিন দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। আজ দুপুর ১২টার দিকে সচিবালয়ের দিকে লং মার্চ শুরুর কথা থাকলেও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর অনুরোধে তারা তা স্থগিত করে সরকারকে আরও কিছু সময় দেন।

দিলওয়ার হোসেন আজিজি বলেন, ‘শিক্ষা উপদেষ্টার কার্যালয় থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি। এখন আলোচনার কোনো সুযোগ নেই— আমাদের একটাই দাবি, প্রজ্ঞাপন জারি করতে হবে।’

সকাল সাড়ে ১১টার দিকে রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং কর্মসূচি স্থগিত রাখার অনুরোধ জানান। এ সময় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ফোনে দিলওয়ার হোসেনের সঙ্গে কথা বলেন এবং কিছুটা সময় দিতে অনুরোধ করেন।

দিলওয়ার হোসেন বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের দাবি মেনে নেওয়া হবে, তবে প্রজ্ঞাপন জারিতে কিছুটা সময় লাগবে। হাসনাত আব্দুল্লাহও একই আশ্বাস দিয়েছেন। তবে আমরা স্পষ্ট জানিয়েছি— প্রজ্ঞাপন ছাড়া লং মার্চ প্রত্যাহার সম্ভব নয়।’

এদিকে সারাদেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। তারা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না বা পাঠদান করছেন না। স্কুলের প্রাঙ্গণ, অফিস ও বিশ্রামাগারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

বিভিন্ন জেলায় শিক্ষকরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করছেন, আর সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ঢাকার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পোস্ট দিচ্ছেন।

প্রতিবাদের প্রথম দিন পুলিশের বাধায় শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ হয়, এতে কয়েকজন আহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ