Views Bangladesh Logo

এনসিপি নেতাদের কক্সবাজার সফরের খবরে হোটেলের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা কক্সবাজার সফর করেছেন। তারা ইনানী এলাকায় অবস্থিত রয়েল টিউলিপ হোটেলে অবস্থান করছেন—এমন খবরে হোটেলের সামনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালের দিকে শতাধিক নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বিএনপি নেতারা বলেন, “আমরা খবর পেয়েছি, এনসিপির কিছু নেতা এবং একটি বিদেশি সংস্থার লোকজন এখানে এসেছেন। তারা গোপন বৈঠক করবেন বলে জানতে পেরেছি। তাই আমরা প্রতিবাদ জানাতে এখানে এসেছি। তারা কেন এমন একটি রক্তাক্ত দিনে এখানে এসেছেন, তা নিয়ে আমরা সন্দিহান।”

তবে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পিটার হাসের সঙ্গে তাদের কারো দেখা হয়নি। বিষয়টি গুজব।

এদিকে এনসিপি নেতাদের কক্সবাজার সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন এবং এনসিপি নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এর আগে সকাল ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এনসিপি নেতারা ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ