নাটকীয় জয়ে প্রিমিয়ার লিগ শুরু লিভারপুলের
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে শুরুটা দারুণ হয়েছে লিভারপুলের। শুক্রবার রাতে অ্যানফিল্ডে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়ে জয় দিয়ে মৌসুম শুরু করেছে তারা। দুই গোলের লিড হাতছাড়া হলেও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে তিন পয়েন্ট নিশ্চিত করে অলরেডরা।
সম্প্রতি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো লিভারপুল তারকা দিয়োগো জোটা (২৮) এবং আন্দ্রে সিলভাকে স্মরণে অ্যানফিল্ডজুড়ে ব্যানার, পতাকা ও জার্সি প্রদর্শন করা হয়। ম্যাচের শুরুতে এক মিনিট নীরবতা পালন করেন খেলোয়াড় ও দর্শকরা।
ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিকরা। তবে বোর্নমাউথের ঘানার ফরোয়ার্ড অ্যান্টনি সেমেনিও একাই লড়াই জমিয়ে তুলেছিলেন। ম্যাচের ৩৭তম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন হুগো একিতিকে। বিরতির পর ৪৯ মিনিটে একিতিকের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন কোডি গ্যাকপো। মনে হচ্ছিল সহজেই তিন পয়েন্ট নিশ্চিত করবে আর্নে স্লটের দল।
তবে নাটক তখনো বাকি ছিল। প্রথমার্ধে বর্ণবাদী আচরণের শিকার হন বোর্নমাউথের অ্যান্টনি সেমেনিও। যে কারণে খেলা কয়েক মিনিট বন্ধ থাকে। ঘানার এই ফরোয়ার্ড দ্বিতীয়ার্ধে লিভারপুল সমর্থকদের সেই আচরণের জবাব দেন জোড়া গোলের মাধ্যমে। ৬৪তম মিনিটে প্রথম গোল করেন এবং এর ১২ মিনিট পর দ্বিতীয় গোল করে লিভারপুল সমর্থকদের হতভম্ব করে দেন তিনি।
শেষ হাসিটা লিভারপুলই হেসেছে। ৮২তম মিনিটে বদলি নেমে ভলিতে জালে বল পাঠান ফেদরিক চিয়েসা। আর অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে টানা নবম মৌসুমের প্রথম ম্যাচে জালের দেখা পেলেন মিশরের তারকা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে