Views Bangladesh Logo

রেকর্ড বেতনে লিভারপুলে ইশাক

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে রেকর্ড বেতন প্রায় ১৩০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে চুক্তি স্বাক্ষর করাতে সম্মত হয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। চলতি মৌসুমেই নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে লিভারপুলের হয়ে লড়তে যাচ্ছেন এই তারকা ফুটবলার।

ইংলিশ সংবাদ মাধ্যম অ্যাথলেটিক ও দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ক্লাবটির সাথে ছয় বছরের চুক্তি সম্পন্নের আগে সোমবার (১ সেপ্টেম্বর) লিভারপুলে পৌঁছে মেডিকেল পরীক্ষা দেয়া শুরু করেছেন ইসাক। ইংল্যান্ডে দলবদলের সময় আছে আর মাত্র কয়েক ঘণ্টা। এর আগেই মেডিকেল সম্পন্ন করে চুক্তির ঘোষণা দিতে পারবে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ী দলটি।

এই দলবদল ২০২৩ সালে এনজো ফার্নান্দেজের জন্য চেলসি বেনফিকাকে দেয়া প্রিমিয়ার লিগের পূর্ববর্তী রেকর্ড ১০৬ মিলিয়ন পাউন্ডকে ছাড়িয়ে যাবে।

২৫ বছর বয়সী ইসাক গত মৌসুমে প্রিমিয়ার লিগে ২৩ গোল করেছিলেন। লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর পরে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। বলা হয়ে থাকে, ইসাকের নৈপুণ্যেই নিউক্যাসল চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে।

চলতি গ্রীষ্মের দলবদলে লিভারপুলে যোগদানের ইচ্ছা প্রকাশের নিউক্যাসল থেকে আলাদাভাবে প্রশিক্ষণ নিচ্ছিলেন বিশ্বসেরা এই স্ট্রাইকার। নিউক্যাসল এর আগে তার ১১০ মিলিয়ন পাউন্ডের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করে।

নিউক্যাসল শনিবার (৩০ আগস্ট) জার্মান আন্তর্জাতিক স্ট্রাইকার নিক ওল্টেমেডকে ক্লাব-রেকর্ড বেতন ৬৯ মিলিয়ন পাউন্ডে চুক্তিতে স্বাক্ষর করার পর আলেকজান্ডার ইসাকের লিভারপুলে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।

ইসাক হবেন লিভারপুলের সাম্প্রতিক হাই-প্রোফাইল চুক্তিবদ্ধ খেলোয়াড়। ক্লাবটি আগেই দলে নিয়েছে জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজ, আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট থেকে ফরাসি ফরোয়ার্ড হুগো একিতিকে, বায়ার লেভারকুসেন থেকে জেরেমি ফ্রিম্পং এবং বোর্নমাউথ থেকে মিলোস কেরকেজকেও।

এ নিয়ে দু’বার প্রিমিয়ার লিগের দলবদলের রেকর্ড ভাঙল লিভারপুল। এর আগে ১০০ মিলিয়নের সঙ্গে ১৬ মিলিয়ন যোগ করে বায়ার লেভারকুসেন থেকে জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজকে কিনেছে রেডসরা।

ওই চুক্তির পরই উইর্টজ প্রিমিয়ার লিগের সবচেয়ে দামী ফুটবলার হয়েছিলেন। ভেঙেছিলেন ১১৫ মিলিয়ন দিয়ে ব্রাইটন থেকে কেনা চেলসির ময়েস কেইসেদোর রেকর্ড। তার আগে প্রিমিয়ার লিগের সবচেয়ে ব্যয়বহুল চুক্তি ছিল ইনজো ফার্নান্দেজের দখলে।

মৌসুমের শুরু থেকে ইশাকের নিউক্যাসল ছাড়ার গুঞ্জন ছিল। ক্লাব তার বেতন বাড়িয়ে চুক্তি নবায়নে সম্মত না হওয়ায় তিনি ক্লাব ছাড়ার ঘোষণা দেন। ক্লাবের প্রাক মৌসুমের প্রীতি ম্যাচ কিংবা শুরু হওয়া প্রিমিয়ার লিগের ম্যাচও খেলেননি।

লিভারপুলের সঙ্গে ইশাকের চুক্তির শর্তের বিষয়ে সমঝোতা হয়েছিল। কিন্তু ক্লাব পর্যায়ে সমঝোতা হচ্ছিল না। লিভারপুল প্রাথমিকভাবে তার জন্য ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়ে রেখেছিল। যে প্রস্তাব নাকচ করে দিয়েছিল নিউক্যাসল। অবশেষে দলবদলের দরজা বন্ধের আগে সমঝোতা হলো তাদের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ