মুশফিকের পর লিটনের সেঞ্চুরি
মুশফিকুর রহিমের পথ ধরে দ্বিতীয় টেস্টে এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাস। দুজন অভিজ্ঞ ব্যাটারের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৪০০ রানের দিকে ছুটছে বাংলাদেশের সংগ্রহ। মধ্যাহ্ন বিরতিতে স্বাগতিকদের স্কোর ৫ উইকেটে ৩৮৭।
প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচ খেলার পরদিনই বৃহস্পতিবার (২০ নভেম্বর) সেঞ্চুরি তুলে নিজের মাইলফলককে আরও উজ্জ্বল করলেন লিটন।
লিটনের আন্তর্জাতিক ক্রিকেটে শেষ সেঞ্চুরি ছিল গত বছরের আগস্টে-রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৩৮ রানের ইনিংস। প্রায় ১৪ মাস পর খরা ভেঙে টেস্টে নিজের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১৬০ বলের ইনিংসে লিটনের ব্যাট থেকে এসেছে ৭ চার ও ২ ছক্কা।
ক্রিজে লিটনের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ, ৩০ রানে অপরাজিত। দুজনের জুটিতে এসেছে ৭৭ রান। লিটনের বর্তমান সংগ্রহ ১০৩।
এর আগে মুশফিকুর রহিম ১০৬ রানের ইনিংস খেলেন, যা বাংলাদেশের হয়ে যৌথভাবে তার ১৩তম টেস্ট সেঞ্চুরি। ম্যাথু হাম্প্রিসের বলে মুশফিক আউট হওয়ার আগে লিটনের সঙ্গে গড়েন ১০৮ রানের জুটি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে