Views Bangladesh Logo

সাকিবকে ছাড়িয়ে চূড়ায় লিটন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে ফিফটির রেকর্ডে সাকিব আল হাসানকে ছাড়িয়েছেন লিটন কুমার দাস। চলতি এশিয়া কাপে ছক্কায় তিনি পেছনে ফেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদকে। এবার রানের হিসেবেও সাকিবকে টপকে চূড়ায় উঠে গেছেন বাংলাদেশ অধিনায়ক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেছেন লিটন। ১১৪ ম্যাচ ও ১১২ ইনিংসের ক্যারিয়ারে সাকিবকে ছাড়িয়ে তার সংগ্রহ এখন ২ হাজার ৫৫৬ রান।

অলিখিত অবসরের আগে ১২৯ ম্যাচ ও ১২৭ ইনিংসে ২ হাজার ৫৫১ রান করেছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ