ব্যালন ডি’অর ২০২৪: কে জিতল কোন পুরস্কার
ম্যানচেস্টার সিটির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি, যিনি প্রথমবার ব্যালন ডি'অর জিতে ক্লাবটির জন্য এই সম্মান বয়ে আনলেন। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি পেয়েছেন রদ্রি। সেরা হওয়ার দৌড়ে রদ্রি পেছনে ফেলেন ভিনিসিয়াস ও রিয়ালের আরেক তারকা জুড বেলিংহ্যামকে।
ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি'অর। ফুটবল বিষয়ক সাময়িকী 'ফ্রান্স ফুটবল' এই সম্মাননা দিয়ে থাকে। ১৯৫৬ সালে এটির যাত্রা শুরু হয়েছিল। এবার হলো ৬৮তম ব্যালন ডি'অর অনুষ্ঠান। কালের পরিক্রমায় এটি পরিণত হয়েছে ব্যক্তিগত পর্যায়ে ফুটবলের সর্বোচ্চ পুরস্কারে।
নারীদের ফুটবলে, আয়তানা বোনমাতি পরপর দ্বিতীয়বারের মতো ব্যালন ডি'অর জিতেছেন, যা তাকে নারীদের ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে।
ব্যালন ডি'অর ২০২৪
বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: রদ্রি
বর্ষসেরা নারী খেলোয়াড়: আয়তানা বোনমাতি
বর্ষসেরা তরুণ খেলোয়াড়: লামিন ইয়ামাল
বর্ষসেরা পুরুষ ক্লাব: রিয়াল মাদ্রিদ
বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা
বর্ষসেরা স্ট্রাইকার: কিলিয়ান এমবাপে ও হ্যারি কেইন
বর্ষসেরা গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ
বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলোত্তি
বর্ষসেরা নারী কোচ: এমা হেইস
সক্রেটিস অ্যাওয়ার্ড: জেনিফার হারমোসো
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে