চিড়িয়াখানায় খাঁচার বাইরে সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে
রাজধানীর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখন পর্যন্ত সিংহটি কাউকে আঘাত করেনি।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 'আমাদের মাঠের একটি খাঁচা থেকে একটি সিংহ পৌনে ৫টার দিকে বের হয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সিংহটি এখন খাচার পাশে শুয়ে আছে। আমরা নিরাপত্তা কর্মীদের বিভিন্ন অবস্থানে রেখেছি। কিছুক্ষণ পরেই সিংহটিকে নিরাপদে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।'
পরিচালক আরও জানান, 'সিংহটি এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি। আমরা চারপাশে বেড়া ও নিরাপত্তা রেখেছি। সাধারণ মানুষ নিরাপদ আছে, ভয়ের কোনো কারণ নেই।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে