কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জেলার দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জাহাঙ্গীর ও রুবি নিজ ঘরে অবস্থান করছিলেন। পাশের ঘরে তাদের তিন সন্তান ছিল। হঠাৎ বজ্রপাতের আঘাতে জাহাঙ্গীর ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। পাশের ঘরে থাকা সন্তানরা নিরাপদে থাকে।
সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন জানান, নিহত দম্পত্তির চার সন্তানের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়ে গেছে। বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে