সিলেটে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
সিলেটে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় দুজন করে মোট ৪ জনের মৃত্যু হয়।
বজ্রপাতে জৈন্তাপুর উপজেলায় পৃথক স্থানে দুজন নিহত হয়েছেন। তারা হলেন—উপজেলার নয়াগ্রাম আগফৌদ গ্রামের নুরুল নাহিদ আহমদ ও ববরবন্দ গ্রামের আব্দুল মান্নান।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে কানাইঘাট উপজেলায় বজ্রপাতে মারা গেছেন ২ জন। তারা হলেন—উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের কেরকেরি গ্রামের কালা মিয়া ও পৌরসভার দুর্লভপুর গ্রামের নুর উদ্দিন।
কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে