Views Bangladesh Logo

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হলেন লেফটেন্যান্ট তৌকির

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে তার নিজ শহর রাজশাহীতে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে নগরীর সপুরা গোরস্তানে পূর্ণ সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়। এ সময় সেনাবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে কুর্মিটোলা প্যারেড গ্রাউন্ডে লেফটেন্যান্ট তৌকিরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে তার মরদেহ রাজশাহীতে পৌঁছায়।

এরপর রাজশাহী মহানগরীর উপশহরের বাসভবনের সামনে তৌকিরের মরদেহ নেয়া হয়। সেখানে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনেরা তাকে শেষ বিদায় জানান।

বিকেল সাড়ে ৪টায় রাজশাহী জেলা স্টেডিয়ামে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে তার মরদেহ নগরীর সপুরা কবরস্থানে নেয়া হয়।

পরিবার সূত্রে জানা যায়, নিহত তৌকির ২০১০ সালে পাবনা ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। এরপর ২০১৬ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ