Views Bangladesh Logo

‘আওয়ামী লীগের আড্ডাখানা’ অভিযোগ তুলে উত্তরায় লাইব্রেরি ভাঙচুর

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজউক উত্তরার অ্যাপার্টমেন্ট প্রকল্পের আবাসিক এলাকায় একটি কমিউনিটি লাইব্রেরি ভাঙচুরের করা হয়েছে। আওয়ামী লীগের সমর্থকরা এই স্থানটি রাজনৈতিক সমাবেশের জন্য ব্যবহার করছিলেন এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার রাতে এই ভাঙচুর চালানো হয়।

স্থানীয় ক্রিকেট সংগঠন ইউনাইটেড ব্রাদার্স ক্লাবের পরিচালিত এই লাইব্রেরিতে রাত ২:৩০টার দিকে বই, আসবাবপত্র, সিসিটিভি সরঞ্জাম ও ক্রীড়া সামগ্রী লুটপাট ও ধ্বংস করা হয়। কর্তৃপক্ষ জানায় এতে ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সহিংসতার সূত্রপাত হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায় আবাসিক কমপ্লেক্সের গেট ৪-এর কাছে একটি সংঘর্ষ থেকে। সংঘর্ষে অংশ নিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা রাসেল হোসেন, হাবিবুল বাশার ও আব্রার হানিফ এবং মোস্তাফিজ হাবিব সুনমের অনুসারীরা। সংঘর্ষে হোসেনসহ কয়েকজন আহত হন।

এ ব্যাপারে ক্লাব সভাপতি আব্দুল্লাহ ফাহাদ তুরাগ থানায় অভিযোগ করেন। তিনি বলেন, ‘ভাঙচুরটি দুটি দলের মধ্যে বিবাদের ফল। পরে লাইব্রেরিতে আওয়ামী লীগ সমর্থকরা সমাবেশ করে এই অভিযোগ তুলে ব্যাপারটা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে।'

রাসেল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, লাইব্রেরির ভিতরে থাকা ব্যক্তিরা তার ও তার দলের ওপর হামলা করেছে। তিনি বলেন, ‘২০–৩০ জন লাঠি নিয়ে বেরিয়ে আসে। আমার হাত ভেঙে যায়; কিন্তু লাইব্রেরিতে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।’

সংঘর্ষে জড়িত মোস্তাফিজ হাবিব অভিযোগ করেছেন যে স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন এর সাবেক নেতারা এলাকায় অবৈধ ব্যবসা চালাচ্ছেন এবং অর্থ তুলছেন। তিনি বলেন, এর আগে দুই যুবককে মারধরের ঘটনায় তিনি মধ্যস্থতা করতে গেলে সংঘর্ষের তীব্রতা বেড়ে যায়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন লাইব্রেরি ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ