Views Bangladesh Logo

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, নির্বাচনী পরিবেশ সন্তোষজনক: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, “এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ খুবই ভালো। ছোট-বড় সব দলের জন্য সমান সুযোগ রয়েছে। দু-একজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও বাস্তবে এমন কোনো দৃশ্যমান ঘটনা ঘটেনি, যাতে বলা যায় এই পরিবেশ নষ্ট হয়েছে।”

বাংলাদেশকে পীর-আউলিয়ার দেশ উল্লেখ করে শফিকুল আলম বলেন, ইসলামের শান্তির বার্তা এ দেশে পীর-দরবেশদের মাধ্যমেই ছড়িয়ে পড়েছে। অথচ সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে মাজারে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্ম ও বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। এই ঐতিহ্য বজায় রাখাই সবার প্রত্যাশা।

এর আগে সকালে তিনি নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার ও ঘাট এলাকায় হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন।

মাজারগুলোর নিরাপত্তা প্রসঙ্গে প্রেস সচিব জানান, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বেড়েছে এবং ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ