Views Bangladesh Logo

সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ইমিগ্রেশনকে চিঠি

 VB  Desk

ভিবি ডেস্ক

সালমান শাহ হত্যা মামলার আসামিদের বিদেশে পালিয়ে যাওয়া ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে তদন্ত কর্মকর্তা।

শনিবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

তিনি জানান, সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর অভিনেতার চাচা আলমগীর হোসেন ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের মধ্যে রয়েছেন সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক। এদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে বিদেশে অবস্থান করছেন। আর যারা দেশে আছেন, তারা যেন কোনোভাবে পালাতে না পারেন, সে জন্য বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে।

ওসি গোলাম ফারুক বলেন, আদালতের নির্দেশে এ মামলা দায়ের করা হয়েছে। এতে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।


তিনি আরও বলেন, “তদন্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিচালিত হচ্ছে। এখনো কাউকে গ্রেপ্তার করা না গেলেও আসামিদের অবস্থান শনাক্তে কাজ চলছে।”

তিনি নিশ্চিত করেন, তদন্তে কোনো বাহ্যিক চাপ নেই এবং শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা হবে।

রাজধানীর রমনা থানায় গত ২১ অক্টোবর রাতে আনুষ্ঠানিকভাবে এ মামলা দায়ের করা হয়—ঘটনার প্রায় তিন দশক পর।

এফআইআরে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সালমান শাহের স্ত্রী সামিরা হকের নাম। অন্যদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্র অভিনেতা ডনসহ আরও অনেকে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন এ ঘটনাকে ‘অস্বাভাবিক মৃত্যু’ হিসেবে তদন্ত করা হয়।

তবে সালমান শাহের মা নীলা চৌধুরী শুরু থেকেই দাবি করে আসছেন যে তার ছেলে আত্মহত্যা করেননি, বরং তাকে হত্যা করা হয়েছে।
পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। কিন্তু নীলা চৌধুরী সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন এবং নতুন করে হত্যা মামলার দাবি তোলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ