Views Bangladesh Logo

কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

লিউডের স্বর্ণযুগের আইকনিক অভিনেতা এবং অস্কারজয়ী পরিচালক রবার্ট রেডফোর্ড মারা গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ৮৯ বছর বয়সে উটাহের পার্বত্য এলাকায় অবস্থিত নিজের বাড়িতে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রেডফোর্ডের মুখপাত্র সিন্ডি বার্গার এই তথ্য নিশ্চিত করেছেন।

১৯৬০-এর দশকে চলচ্চিত্রে অভিষেকের পর রেডফোর্ড দ্রুতই হলিউডের জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিতি পান। ১৯৭০-এর দশকে ‘দ্যা ক্যান্ডিডেট’, ‘দ্যা ওয়ে উই ওয়্যার’ এবং ‘অল দ্যা প্রেসিডেন্টস ম্যান’ সহ একাধিক কালজয়ী ছবিতে তার অভিনয় তাকে সময়ের সেরা অভিনেতাদের মধ্যে স্থান করে দেয়। পরিচালক হিসেবেও তার প্রতিভা অনন্য- ১৯৮০ সালে ‘অর্ডিনারি পিপল’ পরিচালনার মাধ্যমে তিনি সেরা পরিচালক হিসেবে অস্কার জিতেন, এবং একই বছরের ছবিটি সেরা চলচ্চিত্রের খেতাবও অর্জন করে।

অভিনয়ে তার স্বভাবগত সৌন্দর্য, হালকা সোনালি চুল ও ছেলেমানুষি হাসি তাকে প্রেক্ষাপটে আদর্শ নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করলেও, রেডফোর্ড নিজেকে শুধু গ্ল্যামারের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তিনি রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সক্রিয় থেকেছেন, অপ্রচলিত গল্পের প্রতি গুরুত্ব দিয়েছেন এবং ছোট বাজেটের চলচ্চিত্র নির্মাতাদের পাশে দাঁড়িয়েছেন।

স্বাধীন চলচ্চিত্রের প্রসারে তার সবচেয়ে বড় অবদান হিসেবে বিবেচিত হয় ‘সানডান্স ইনস্টিটিউট’ এবং ‘সানডান্স ফিল্ম ফেস্টিভাল’ প্রতিষ্ঠা, যা আজ বিশ্বের অন্যতম প্রধান স্বাধীন চলচ্চিত্র উৎসব হিসেবে স্বীকৃত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ