Views Bangladesh Logo

অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই

বাংলা সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর আজ (২১ জানুয়ারি) মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান সংবাদমাধ্যমকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাভেদ ভাই দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আজ তিনি চিরবিদায় নিয়েছেন। সবাই তার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।

ইলিয়াস জাভেদ অভিনয় শুরু করেন ১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে। তবে ১৯৬৬ সালের বাংলা সিনেমা ‘পায়েল’ দর্শকদের মধ্যে তার জনপ্রিয়তা বৃদ্ধি করে। এই ছবিতে তার নায়িকা ছিলেন শাবানা।

তিনি নৃত্য পরিচালনায় অভিষেক হলেও পরবর্তীতে নায়ক হিসেবে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। তার মধ্যে ‘নিশান’ সিনেমার জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত।

ইলিয়াস জাভেদ জন্মগ্রহণ করেন ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে। পরে তিনি পরিবারসহ পাঞ্জাবে চলে আসেন। ব্যক্তিজীবনে তিনি ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ