Views Bangladesh Logo

রাস্তাঘাট বন্ধ করলে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাস্তাঘাট বন্ধ করলে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

অন্তর্বর্তী সরকার দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্বারোপ করেছি।’

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার, অধিক সক্রিয়-তৎপর ও সব বাহিনীর গোয়েন্দা তথ্য-উপাত্ত সমন্বয় করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চলমান শৈত্যপ্রবাহে কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা এড়াতে পরিবহন মালিক ও চালকদের সতর্ক থাকার আহ্বান জানান উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ভোটকেন্দ্রসহ যেকোনো স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অবাধ প্রবেশের অধিকার থাকবে। এছাড়া, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ