Views Bangladesh Logo

বিক্ষোভ দমন করতে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: বিবিসি

 VB  Desk

ভিবি ডেস্ক

ত বছর বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে হওয়া বিক্ষোভ দমন করতে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এক তদন্ত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশন।

গত মার্চে অনলাইনে ফাঁস হওয়া ওই ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “যেখানেই তাদের (বিক্ষোভকারীদের) পাওয়া যাবে, গুলি করা হবে।” বুধবার (৯ জুলাই) বিবিসির বরাত দিয়ে এই তথ্য জানানো হয়।

জাতিসংঘের তদন্তকারীদের দাবি অনুযায়ী, গত বছরের জুলাই মাসে ঢাকায় সংঘটিত সরকারবিরোধী আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হন। যদিও শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই অভিযোগ অস্বীকার করেছে। জানা গেছে, ওই সময় তিনি ঢাকার গণভবনে অবস্থান করছিলেন।

বিবিসি জানিয়েছে, একটি অজ্ঞাত সূত্র থেকে ফাঁস হওয়া অডিওটি বাংলাদেশ সরকারের জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র রেকর্ড করেছিল বলে জানা গেছে। পরবর্তীতে এটি ইয়ারশট নামে যুক্তরাজ্যভিত্তিক একটি অডিও ফরেনসিক কোম্পানির মাধ্যমে যাচাই করা হয়। তারা অডিওতে কোনো ধরনের বিকৃতির প্রমাণ পায়নি এবং এটিকে ‘প্রাকৃতিকভাবে রেকর্ডকৃত’ বলেই মনে হয়েছে। বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নিশ্চিত করেছে, এই রেকর্ডিং শেখ হাসিনার কণ্ঠস্বরের নমুনার সঙ্গে মিলে যায়।

আওয়ামী লীগের একজন মুখপাত্র বিবিসিকে জানান, এই রেকর্ডিং থেকে কোনো ‘বেআইনি উদ্দেশ্য বা অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগ’ এর প্রমাণ মেলে না।

বিবিসি ও বিবিসি বাংলা যৌথভাবে যে অনুসন্ধান পরিচালনা করেছে, তাতে ঢাকায় সংঘটিত পুলিশ-নেতৃত্বাধীন সহিংসতার এমন কিছু বিস্তারিত উঠে এসেছে, যা আগে কখনও প্রকাশ পায়নি।

তবে ফাঁস হওয়া অডিওর উৎস এখনও স্পষ্ট নয়। চলমান বিক্ষোভের সময় ও পরবর্তী সময়ে শেখ হাসিনার বিভিন্ন ফোনালাপের একাধিক রেকর্ডিং অনলাইনে ছড়িয়ে পড়েছে, যেগুলোর সবগুলো যাচাই করা সম্ভব হয়নি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ