Views Bangladesh Logo

গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করা যাবে না: সালাহউদ্দিন

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন করা সম্ভব নয়। এ ধরনের প্রক্রিয়া সম্পন্ন করতে হলে আগে নতুন জাতীয় সংসদ গঠিত হওয়া প্রয়োজন।

শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক এক মৌন মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি। আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম।

গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আগামী জাতীয় নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। এ সিদ্ধান্তকে স্বাগত জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, বিএনপি তা প্রতিপালনে অঙ্গীকারবদ্ধ। তবে এর বাইরে কোনো চাপিয়ে দেওয়া বা জবরদস্তিমূলক প্রস্তাব এলে জনগণই তা বিবেচনা করবে।
জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ন না হয়, সেদিকে বিএনপি সতর্ক থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, দেশে একটি দল ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে নারীদের অধিকার ও অগ্রগতি ব্যাহত করছে। তিনি বলেন, নারীর কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রস্তাব নারীর কর্মসংস্থান কমিয়ে দিতে পারে, যা নারীর অগ্রগতির পথে বাধা সৃষ্টি করবে।

সমাবেশে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর নারীর প্রতি সহিংসতার পরিস্থিতির উন্নতি হবে—এমন প্রত্যাশা ছিল। কিন্তু নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব তাদের অধিকার হ্রাসের আশঙ্কা তৈরি করেছে।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, নারীর অধিকার নিয়ে সংকট তৈরি হলে নারী সমাজ আন্দোলনে নামবে।

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, নারীরা ঘরে থাকবে না বাইরে কাজ করবে—এ সিদ্ধান্ত নারীদের নিজস্ব স্বাধীনতার বিষয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরীন ইসলাম খান বলেন, প্রবৃদ্ধি নয়, প্রকৃত উন্নয়ন তখনই অর্জিত হবে যখন নারীরা রাতে নিরাপদে চলাফেরা করতে পারবেন। জুলাই সনদে নারীর বিষয়টি উল্লেখ না থাকায় তিনি সনদটি নারীদের পক্ষ থেকে প্রত্যাখ্যানের কথা জানান।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, নিলুফা চৌধুরী, শিরিন সুলতানা, ছাত্রদলের নেত্রী মানসুরা আলম, রেহানা আক্তারসহ অনেকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ