‘ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মব ভায়োলেন্স কমেছে’
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিগত বছরগুলোর তুলনায় দেশে ‘মব ভায়োলেন্স’ কমেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলেও এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে যাওয়া সম্ভব হয়নি। তবে পরিস্থিতি উন্নত করতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সোমবার (৪ আগষ্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, আগামী ৫ আগস্টকে ঘিরে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আসন্ন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় উচ্চ ঝুঁকিতে থাকা রাজনৈতিক দলগুলোর জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
নির্বাচন নিয়ে পুলিশের প্রস্তুতি কেমন এবং এই বাহিনী দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে সেই কনফিডেন্সে আছে কি? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে কে অংশ নেবে আর কে অংশ নেবে না সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না। আমার হলো নির্বাচন যে সময় হবে; সে সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এরআগেও আমরা বলেছি যে আমরা এজন্য প্রশিক্ষণ দিচ্ছি।
উপদেষ্টা আরও বলেন, আল্লাহ দিলে এই বাহিনী দিয়েই নির্বাচন হবে। খুব ভালো নির্বাচন হবে এবং ভালোভাবে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে