Views Bangladesh Logo

নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচনের পাঁচ দিন আগে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় থাকবে এবং এ সময় বড় ধরনের কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী সার্কিট হাউজের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

নির্বাচনের আগে বিশেষ কোনো অভিযান হবে কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে মোট ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং পরবর্তী আরও তিন দিন তারা দায়িত্ব পালন করবে। এই সময় সেনাবাহিনীর সংখ্যা হবে প্রায় ১ লাখ; বর্তমানে মাঠে রয়েছে ৩০ হাজার। এছাড়া ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‌্যাব এবং প্রায় সাড়ে ৫ লাখ আনসার সদস্য মাঠে থাকবে বলে তিনি জানান।

তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সন্দেহের সুযোগ নেই। নির্বাচন খুবই শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শনে যান। এরপর তিনি কুয়াকাটায় নৌপুলিশ ও ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানেই রাত্রিযাপন শেষে আগামীকাল সকালে বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ