Views Bangladesh Logo

২৪ সেপ্টেম্বর থেকে পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে সারা দেশের পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

পূজা উদ্‌যাপন কমিটিগুলোকে প্রতিটি মণ্ডপে সাতজন করে প্রহরী রাখার নির্দেশ দেয়া হয়েছে। বাহিনী মোতায়েনের আগ পর্যন্ত কমিটিগুলো নিজেরাই নিরাপত্তা ব্যবস্থা দেখভাল করবে।

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানান, দুর্গাপূজা উদ্‌যাপনের নিরাপত্তা নিশ্চিত করতে এ বছর বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তিনি বলেন, 'এবারের পূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে। কোথাও বড় কোনো ঝুঁকি নেই।' তবে তিনি স্বীকার করেন যে, মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটে থাকে; কিন্তু সরকার তা প্রতিরোধে সতর্ক রয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী মাদক পাচার ও সীমান্ত বাণিজ্যের বিষয়েও কথা বলেন। তিনি জানান, প্রতিবেশী দেশ থেকে মাদক প্রবেশ করে, অন্যদিকে বাংলাদেশ থেকে চাল ও সার রপ্তানি হয়। তিনি আরও উল্লেখ করেন, রাখাইনভিত্তিক আরাকান আর্মি মাদক পাচারের সঙ্গে জড়িত, তবে সরকার মাদক নিয়ন্ত্রণে আগের তুলনায় বেশি পরিমাণ অবৈধ চালান আটক করছে।

আলু বাজার প্রসঙ্গে তিনি বলেন, ‘কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। এভাবে চলতে থাকলে আগামী বছর কৃষকরা আলু চাষে আগ্রহ হারাতে পারেন, ফলে দাম বাড়তে পারে’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ