Views Bangladesh Logo

হঠাৎ স্থগিত ভোটের আইনশৃঙ্খলা কর্মশালা

 VB  Desk

ভিবি ডেস্ক

ঠাৎ স্থগিত করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক কর্মশালাটি। বুধবার কর্মশালাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব শিমুল আকতার স্বাক্ষরিত এক চিঠিতে কর্মশালা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে স্থগিতের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

চিঠিতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ যথাযথভাবে আয়োজনে আগামী ৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইন–শৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা’ শীর্ষক কর্মশালাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চিঠিটি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ মহাপরিদর্শক, আইন ও বিচার বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, এনএসআই, মিলিটারি অপারেশনস, সব রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারদের কাছে পাঠিয়েছে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ জন্য ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ