Views Bangladesh Logo

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাম্প্রতিক সময় দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল, কিন্তু গত কয়েক দিনের ঘটনায় তা একটুখানি খারাপের দিকে গেছে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি আগের স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে।'

যাদের সামনে এবং যাদের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে সেই ডিসি ও এসপিকে দায়িত্ব রেখে কি সুস্থ তদন্ত সম্ভব?-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কাদের অবহেলায় হয়েছে সেটা তো তদন্তের পর বলতে পারব। আমি যদি আগে সবাইকে সরিয়ে দেই তাহলে তো তদন্ত গুরুত্ব দিলাম না। তদন্তের পর কেউ দোষী বা কেউ নির্দোষ প্রমাণিত হবে। কেউ যদি দোষী প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। যদি কেউ নির্দোষ হয় তাহলে তো তার অ্যাগেইনস্ট কোনো অ্যাকশন নেয়া হবে না। এখন তদন্ত না করে আমি কীভাবে বলব যে সেই দোষী।


সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি ও সংঘর্ষ ঠেকাতে ব্যর্থতার অভিযোগের বিষয়ে তিনি বলেন, 'আমরা ব্যর্থ নই। যারা এসব ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। জনগণকে ধৈর্যশীল হওয়ার জন্য অনুরোধ করছি।'

নির্বাচন চলাকালীন সময়ে জনগণের ভোটাধিকারে বাধা আসার বিষয়ে তিনি আশ্বস্ত করে বলেন, 'জনগণ যখন ভোটে অংশগ্রহণ করতে চাইবে, তখন কেউ তাদের বাধা দিতে পারবে না। ভোট কেন্দ্রের দিকে যাওয়ার পথ নিশ্চিত করা হবে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ