Views Bangladesh Logo

৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

বিচার ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাটসহ আট জেলায় ডিজিটাল জামিননামা বা ই–বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়।

আইন মন্ত্রণালয় সূত্র জানায়, ই–বেইলবন্ড চালু হওয়ায় অনলাইনের মাধ্যমে খুব দ্রুত জামিন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। এতে একজন বন্দিকে এক ঘণ্টার মধ্যেই মুক্তি দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ নজরুল বলেন, আগে জামিন পেতে ১০ থেকে ১২টি ধাপ পার হতে হতো। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি ভোগান্তি ছিল ব্যাপক। অনেক ক্ষেত্রে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত। ডিজিটাল ব্যবস্থায় কে কখন সই করেছেন তার পূর্ণাঙ্গ রেকর্ড থাকবে, ফলে ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া বিলম্বিত করার সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, এই উদ্যোগ বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বিচার ব্যবস্থা আধুনিকায়ন এবং বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ কমাতে প্রচলিত কাগজভিত্তিক বেইলবন্ড পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই–বেইলবন্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতে, এই ব্যবস্থার ফলে বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীদের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হবে।

প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় ই–বেইলবন্ড কার্যক্রম শুরু হয়ে সফলভাবে চলছে। এর ধারাবাহিকতায় বুধবার মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এই সেবা চালু হলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ